Our Story

Make learning and teaching more effective with active participation and student collaboration

Background

Mission & Vision

কেরানীগঞ্জ সার্ভে ইনস্টিটিউট আমার নিজের হাতে গড়া একটি উদ্যোগ, যেখানে আমি আমার বাবার কাছ থেকে শেখা পেশাদার জরিপের অভিজ্ঞতাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিচ্ছি।

আমার দাদা দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী একজন পেশাদার সার্ভেয়ার ছিলেন, তার দীর্ঘ অবিজ্ঞতা তার আলোকে আমার বাবকে এই পেশায় নিয়োজিত করেন। আমার বাবা আজও সরকারি ও ব্যক্তিগত ভিবিন্ন প্রকল্পে সক্রিয়ভাবে নিয়োজিত আছেন। তাঁর অনুপ্রেরণা ও শিক্ষার মাধ্যমেই আমি এই পেশায় যুক্ত হয়েছি। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা আমাকে এই ক্ষেত্রের প্রতি অনুরাগী করেছে। এখন আমি তাঁর অভিজ্ঞতাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলিয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই

আমরা শুধু অনলাইন কোর্সের মাধ্যমে শিক্ষা দিই না, বাস্তবে মাঠ পর্যায়ে সরকারি-বেসরকারি প্রজেক্ট, ব্যক্তিগত জমি জরিপ, দলিলপত্র তৈরি ও রেজিস্ট্রেশন সেবা দিয়ে থাকি।

কেরানীগঞ্জে রয়েছে আমাদের অফলাইন ট্রেনিং সেন্টার, যেখানে হাতে-কলমে প্রফেশনাল প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে যুক্ত হয়ে আমাদের কোর্সগুলো করা যায়।

কেরানীগঞ্জ সার্ভে ইনস্টিটিউট‑এর লক্ষ্য হলো ভূমি জরিপ ও কাগজপত্র সংক্রান্ত শিক্ষাকে সহজ ভাষায় সবার কাছে পৌঁছে দেওয়া, যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও আধুনিক টেকনোলজির মাধ্যমে নিজেদের সম্পত্তির সুরক্ষা ও ব্যবস্থাপনায় দক্ষ হতে পারে।

আমরা চাই, যারা এই পেশায় আসতে চায় বা যাদের নিজেদের প্রয়োজন রয়েছে, তারা যেন সঠিকভাবে জমির জরিপ, কাগজপত্র, এবং আইনি বিষয়গুলো বুঝতে ও প্রয়োগ করতে পারে।

 

আমাদের ভিশন হলো,
একটি আধুনিক, দক্ষ এবং প্রযুক্তিনির্ভর Surveyor Community গড়ে তোলা,
যারা বাংলাদেশের ভূমি প্রশাসন, সম্পত্তি রেজিস্ট্রেশন এবং ডিজিটাল ম্যাপিং‑এ পেশাদার অবদান রাখতে পারবে।

আমরা স্বপ্ন দেখি এমন একটি সমাজ যেখানে জমি নিয়ে বিভ্রান্তি, ভুল তথ্য বা জালিয়াতির কোনো স্থান থাকবে না, এবং প্রতিটি মানুষ তার সম্পত্তির উপর সঠিক নিয়ন্ত্রণ ও সচেতনতা রাখবে।

Things that make us proud

Choose your learning level

Beginner

জমি জরিপের প্রাথমিক ধারণা এবং Survey Tools ব্যবহারের সহজ নিয়ম শিখুন। ✔️ Mobile App এবং Basic Tools ব্যবহার ✔️ সঠিক পরিমাপ ও Field Work শুরু করা শিখুন

Advanced

প্রফেশনাল Project Management এবং জরিপের সকল ধাপ দক্ষভাবে সম্পন্ন করার যোগ্যতা অর্জন করুন। ✔️ বড় প্রজেক্টের Field Survey ✔️ কাগজপত্র যাচাই ও রেজিস্ট্রেশন প্রসেস ✔️ ক্লায়েন্ট সার্ভিস এবং রিপোর্টিং

Intermediate

ডিজিটাল সার্ভে, কাগজপত্র তৈরি, এবং AutoCAD Mapping এর মধ্য পর্যায়ের দক্ষতা অর্জন করুন। ✔️ AutoCAD দিয়ে সাইট প্ল্যান ✔️ Total Station পরিচালনা ✔️ প্রজেক্টের Survey রিপোর্ট তৈরি করা

Mastery

পেশাদার সার্ভেয়ার ও প্রশিক্ষক হিসেবে নিজের টিম গঠন করুন এবং সারা দেশে সার্ভিস দিন। ✔️ নিজস্ব টিম পরিচালনা ✔️ বড় স্কেলে কাজের দক্ষতা ✔️ সারাদেশে Survey Project পরিচালনার অভিজ্ঞতা অর্জন

Our Team

মোঃ রাসেদ (সার্ভেয়ার)
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান